ঝিনাইদহ লেডিস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: প্রতিবছরের ন্যায় এবারও ঝিনাইদহ লেডিস ক্লাবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে এ কম্বল বিতরণ করা হয়। এসময় লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসক পতœী দিলরুবা করিম, সাধারণ সম্পাদক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া আক্তার চৌধুরী, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার পতœী শাহরিনা আক্তার, সেলিনা রহমান মিনা, নমিতা ভৌমিক, রাশেদা খানম প্রমুখ। পরে ২ শতাধিক শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।