কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুরে গতকাল বৃহস্পতিবার বিকেলে মেইন বাসস্ট্যান্ডের দু’টি হোটেল ও কলেজ বাসস্ট্যান্ডের দু’টি খুচরা মাছের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায় করে। কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মেইন বাসস্ট্যান্ডের সাগর এবং সোনা নামের দু’টি হোটেলে অভিযান পরিচালনা করেন। এ দু’টি হোটেলে বিক্রির জন্য মেয়াদ উত্তীর্ণ কোমল পানি রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, কলেজ বাসস্ট্যান্ডে রাস্তায় জন সাধারণের চলাচলের বিঘœ সৃষ্টি করে মাছ বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে ২শ’ করে ৪শ’ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।