হায় রে চালান

আহাদ আলী মোল্লা

হায় রে চালান মেগা চালান
পড়লো ধরা মাদকের,
এখন তো খুব সমস্যা ভাই
কী হবে কও খাদকের?

মালিক বাবু জ্ঞান হারিয়ে
বকছে সকাল সাঁঝে সে,
সব খাদকের মাথায় হঠাত
পড়লো ভীষণ বাজ এসে।

প্রশ্ন আমার ভিন্ন রকম
ঢুকলো চালান কোত্থেকে,
নাকি ওসব আটক হলো
নদী খালের সোঁত থেকে?

শুনছি নাকি মাদক পাচার
বোয়াল বাবুর তালিকায়,
বড় বড় খোররা এসে
ফেন্সি হালি হালি খায়।

সূত্র (আন্দুলবাড়িয়ায় ৪৫৭৮ বোতল ফেনসিডিলসহ ট্রাক আটক))
২৮.১২.২০১৭
# # # # # # # #