দেশি টুকরো

সুন্দরবনে বাঘের প্রকৃত সংখ্যা নিরূপণে সমীক্ষা করার পরামর্শ

স্টাফ রিপোর্টার: পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সুন্দরবনে বাঘের প্রকৃত সংখ্যা নিরূপণ করে অস্পষ্টতা দূর করতে সমীক্ষা করতে বন বিভাগকে পরামর্শ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় পার্বত্য অঞ্চলসহ অন্যান্য বনাঞ্চলে কোনো কোনো প্রজাতির বাঘ রয়েছে তা সমীক্ষা করতেও পরামর্শ দেয়া হয়। কমিটির সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, ইয়াসিন আলী এবং মেরিনা রহমান সভায় অংশগ্রহণ করেন। সভায় বাস্তচ্যূত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার কারণে প্রাকৃতিক বনাঞ্চল ও পাহাড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে মন্ত্রণালয়ের কার্যক্রম, বন্য আর্কিড সংরক্ষণ এবং সম্প্রসারণে বনবিভাগের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় রোহিঙ্গাদের বসতি স্থাপনে বনের ক্ষতিসহ পরিবেশ ও জীব বৈচিত্রের ক্ষতির পরিমান উল্লেখ করে বিস্তারিত প্রতিবেদন তৈরি করার পরামর্শ দেয়া হয়। সেই সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের ব্যবস্থা করারও পরামর্শ দেয়া হয়।

ঢাকা উত্তরের মেয়র প্রার্থী হচ্ছেন শাফিন

স্টাফ রিপোর্টার: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের শাফিন আহমেদ। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ববি হাজ্জাজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) পক্ষ থেকে শাফিনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ববি হাজ্জাজ দলের পক্ষ থেকে প্রার্থী হিসেবে শাফিনকে সমর্থন দেয়ার কথা জানান। সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম ও সুরকার কমল দাশগুপ্তের ছেলে শাফিন আহমেদ। এ দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের ছেলে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সাবেক মুখপাত্র। সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ জানান, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য গত ৩০ অক্টোবর নির্বাচন কমিশনে আবেদন করেছেন তারা। এখনও নিবন্ধন না পাওয়ায় দলের প্রার্থী হিসেবে নয়, শাফিন আহমেদকে তারা দলীয় সমর্থন দিচ্ছেন।

ভোটের জন্য পেছাবে এসএসসির দুই পরীক্ষা

স্টাফ রিপোর্টার: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের জন্য আগামী বছরের ২৪ ও ২৫ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের দুই পরীক্ষা পেছানো হচ্ছে। গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।  তিনি বলেন, ভোটের তারিখ নির্ধারণের জন্য ২৪ ও ২৫ ফেব্রুয়ারি এসএসসিতে নির্ধারিত পরীক্ষা পেছাতে অনুরোধ করা হয়েছিলো। ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা তাতে সম্মতি দিয়েছেন। নির্বাচন কমিশনের সচিব জানান, ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তারা নির্বাচন করতে চান। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে তফসিল হবে। নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচনসহ নতুন যুক্ত হওয়া ১৮টি নতুন ওয়ার্ড ও দক্ষিণে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন হবে। হেলালুদ্দীন আহমদ বলেন, সব ধরনের জটিলতা পেরিয়ে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ২৪ ফেব্রুয়ারির পর সুবিধানজনক দিনে ভোটের তারিখ ঠিক করে এই তফসিল হবে।

ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। ফলাফল অনুযায়ী, ঢাবির জীববিজ্ঞান অনুষদের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় ২ হাজার ৪৭৫ আসনের বিপরীতে আবেদনকারী ছিলো ৮ হাজার ৭৪৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৫ হাজার ৮৬৯ জন। পাস করেছে ৫ হাজার ২৭৪ জন। এর মধ্যে বিজ্ঞান ৩ হাজার ৪৪২ জন, মানবিক ৮৭৪ জন, ব্যবসায় ৯৩৭ জন ও গার্হস্থ্য অর্থনীতি ২১জন। ভর্তি পরীক্ষায় অবতীর্ণ প্রতিটি ছাত্রী তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানতে পারবেন। এছাড়া যেকোনো মোবাইল অপারেটরের থেকে DU GOC< roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানতে পারবেন। উত্তীর্ণদের ৩১ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৭ জানুয়ারির মধ্যে বিষয় পছন্দ ফরম পূরণ করতে হবে। কোটায় আবেদনকারীদের একই সময়ের মধ্যে জীব বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে ফরম সংগ্রহ করতে হবে। এছাড়া ফলাফল নিরীক্ষণের জন্য ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি ২০১৮ পর্যন্ত জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।