রুশ যুদ্ধজাহাজকে বের করে দিলো ব্রিটিশ নৌবাহিনী
মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাজ্যের পানিসীমা থেকে রাশিয়ার একটি যুদ্ধজাহাজকে বের করে দেয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ব্রিটেনের নৌবাহিনী রুশ জাহাজটিকে এস্কর্ট দিয়ে নিজস্ব পানিসীমার বাইরে নিয়ে যায়।
ব্রিটিশ মন্ত্রণালয় বিবৃতিতে দাবি করেছে, বড়দিনের ছুটি উপলক্ষে ব্রিটেনের চারপাশজুড়ে রুশ যুদ্ধাজাহাজের তৎপরতা ইদানিং বেড়ে গেছে। রাশিয়ার যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোরশ্কভ উত্তর সাগরে ব্রিটেনের পানিসীমায় ঘোরাঘুরি করছিলো এবং বিষয়টি লক্ষ্য করে ব্রিটিশ ফ্রিগেট এইচএমএস স্টুয়ার্ট আলব্যান্স রুশ জাহাজকে অনুসরণ করে। ব্রিটিশ জাহাজকে দেখে রুশ জাহাজটি ওই এলাকা থেকে চলে যায়।
এ ঘটনার পর ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন বলেন, ‘আগ্রাসনের মুখে আমাদের পানিসীমা রক্ষার জন্য যেকোনো পদক্ষেপ নিতে আমরা দ্বিধা করব না। আমাদের দেশ, জনগণ ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্ন যখন আসবে তখন ব্রিটেন একটুও ভীত হবে না।’
ফিলিপাইনে বিমান হামলায় ১০ চরমপন্থী নিহত
মাথাভাঙ্গা মনিটর: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মাগুইন্দানাও প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১০ চরমপন্থী বিদ্রোহী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সামরিক বাহিনী একথা জানায়। সামরিক সূত্র জানায়, গত সোমবার বাঙ্গসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটার্সের সদস্যরা (বিআইএফএফ) দাতু উনসাই শহরের মাইতুমাইগ গ্রামের একটি সেনা চৌকিতে হামলা চালায়। এর পর সেনারা স্থানীয় সময় রাত ১০টার দিকে ওই এলাকায় বিমান অভিযান শুরু করে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দুটি গানশিপ হেলিকপ্টার ওই এলাকায় পাঠানো হয়। এগুলো থেকে মঙ্গলবার স্থানীয় সময় রাত দু’টা পর্যন্ত চার ঘণ্টা ধরে বিদ্রোহীদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বোমা বর্ষণ করা হয়। এ সামরিক অভিযানে আরো বেশ কয়েকজন বিদ্রোহী আহত হয়েছে।
অ্যাম্বুলেন্সে করে মদ পরিবহন : হাসপাতালে রুশ বেলি ড্যান্সারের নৃত্য!
মাথাভাঙ্গা মনিটর: অ্যাম্বুলেন্সে করে মদ আনা হয়েছে, আর হাসপাতালে আয়োজিত পার্টিতে নাচছেন রাশিয়ান বেলি ড্যান্সার! না কোনো কমেডি সিনেমার গল্প নয়, সত্যি সত্যি এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের সরকারি লালা লাজপাত রাই মেডিকেল কলেজে।
গত সোমবার সেখানে ১৯৯২ সালের ব্যাচ ২৫ বছর পূর্তি উপলক্ষে পার্টি আয়োজন করে। সেই পার্টিতেই এই নাটকীয় ঘটনার অবতারণা। ক্যাম্পাসের ভেতরেই অতিথিদের মদ দিয়ে আপ্যায়ন করা হয়, সন্ধ্যার দিকে রাশিয়ান বেলি ড্যান্সার আসার পর পার্টি জমে ওঠে।
ঘটনা প্রকাশিত হওয়ার পরে কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। ঘটনার বিভাগীয় তদন্ত করার নির্দেশ দিয়েছেন কলেজের প্রিন্সিপাল। মেডিকেল কলেজের তদারকি প্রিন্সিপাল বিনয় আগারওয়াল বলেছেন, ‘এমন ঘটনার কথা আমি জানতাম না। আমি এও জানি না, আয়োজকরা অ্যাম্বুল্যান্সটি হাসপাতাল থেকে নিয়েছিলেন নাকি বাইরে থেকে কোনোও বেসরকারি অ্যাম্বুল্যান্স তারা ভাড়া করে এনেছিলেন।’
ভারতে দ্রুতগামী বাসের ধাক্কায় ১০ জনের মৃত্যুর আশঙ্কা
মাথাভাঙ্গা মনিটর: ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যে দ্রুতগামী একটি বাস তীর্থযাত্রীদের একটি দলের মধ্যে ঢুকে পড়ায় কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দেশটির পুলিশ একথা জানায়। পুলিশের বরাতে জানা গেছে, তীর্থযাত্রীদের ভিড়ের মধ্যে অতর্কিতে ঢুকে যায় সরকারি কাজে ব্যবহৃত বাসটি। ভয়াবহ এ দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে অন্তত ৩ নারী রয়েছেন।