আমঝুপি প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মেহেরপুর জেলার ৪টি ইউনিয়নে প্রত্যাশা প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ে জনঅংশগ্রহণ বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তাবায়ন হচ্ছে। খানা জরিপ কর্মসূচির অংশ বিশেষ এবং মেহেরপুর জেলার কর্ম এলাকার ইউনিয়নগুলোর তথ্য উপস্থান নিয়ে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মানব উন্নয়ন কেন্দ্র মউক হলরুমে প্রকল্প সমাপনী জরিপের প্রাপ্ত তথ্য উপস্থাপন সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিউনিটি এডুকেশন ওয়াচগ্রুপ ও জেলা লোকমোর্চা কমিটির সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ ফরিদ আহমেদ, বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী আব্দুর গাফ্ফার মোল্লা, মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতরের এডিপিও এসএম আব্দুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন মউকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম, লক্ষ্য উদ্দেশ্য উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযানের উপকার্যক্রম ব্যবস্থাপক গিয়াস উদ্দিন, প্রাপ্ত খানা জরিপের তথ্য উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযানের উপকার্যক্রম ব্যবস্থাপক আব্দুর রউফ। বক্তারা মেহেরপুর জেলার ৪টি ইউনিয়ন আমঝুপি আমদহ, মোনাখালী ও দারিয়াপুর ইউনিয়ন ব্যাপী পরিচালিত খানা জরিপের বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। ২০১৩ সালের প্রাথমিক জরিপের সাথে অনুষ্ঠিত ২০১৭ সালের জরিপের তথ্য নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ওয়াচ কমিটির কার্যক্রমকে আরও বিস্তৃতি ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ওয়াচ সদস্য আশকার আলী, আ. রকিব মিয়া, মাওলানা ওজিউর রহমান, গোলাম কিবরিয়া, শিক্ষক প্রতিনিধি কিতাব আলী, আল আমিন হোসেন ও রাশিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রত্যাশা প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাদ আহাম্মদ।