বিশ্বসেরা নারীদের সঙ্গে সু চি বেমানান : বই থেকে জীবনী সরানোর দাবি
মাথাভাঙ্গা মনিটর: বিশ্বের ১শ’ জন বিপ্লবী-সাহসিনী নারীদের নিয়ে লেখা বইতে মেরি কুরি থেকে হিলারি ক্লিন্টন বা সেরেনা উইলিয়ামস এর মতো স্থান পেয়েছিলো মিয়ানমারের ডি-ফ্যাক্টো নেত্রী অং সান সু চি’র নামও। কিন্তু মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর অকথ্য নির্যাতন নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা হলেও তাকে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে দেখা যায়নি। তাই ‘গুড নাইট স্টোরিজ ফর রেবেল গালর্স’ নামে ওই বই থেকে মিয়ানমারের এক সময়ে গণনেত্রী ও বর্তমান সরকারের পরামর্শদাতা অং সান সু চি’কে বাদ দেয়ার দাবি উঠেছে। জানা গেছে, এ বছরের শেষে এ বইয়ে সু চি’র কাহিনি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কারণ বইটি লেখার সময়ে সু চি আলোচনার কেন্দ্রে ছিলেন অন্য কারণে। তিনি তখন বিশ্বের চোখে নির্যাতিতদের বিরুদ্ধে দাঁড়ানো সাহসী স্বর। শান্তিতে নোবেলজয়ীও। কিন্তু সে অবস্থান নড়ে গেছে রোহিঙ্গা সঙ্কটের পর থেকে। মিয়ানমারের রাখাইন প্রদেশে যে হিংসাকে জাতিসংঘ পর্যন্ত জাতিনিধনের সঙ্গে তুলনা করেছে, তা নিয়ে সু চি খুব কম শব্দই উচ্চারণ করেছেন।
ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ২০
মাথাভাঙ্গা মনিটর: ফিলিপাইনের উত্তরাঞ্চলে গত সোমবার ক্রিসমাস ডে’র অনুষ্ঠানে যাওয়ার সময় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ তীর্থযাত্রী নিহত হয়েছে। পুলিশ জানায়, ম্যানিলার প্রায় ২শ’ কিলোমিটার উত্তরের আগু শহরে একটি বড় বাসের সাথে ছোট বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ছোট বাসের অপর নয় যাত্রী আহত হয়েছে। বড় বাসটিতে ১৫ জন যাত্রী ছিল। শহরের কাছের একটি বিখ্যাত ক্যাথলিক চার্চের কথা উল্লেখ করে পুলিশ কর্মকর্তা ভানাসা আবুবো এএফপি’কে বলেন, তারা মানাওয়াগে পান উৎসবে যোগ দেয়ার চেষ্টা করছিলো। উল্লেখ্য, শ শ বছরের পুরোনো আওয়ার লেডি অব মানাওয়াগ চার্চ প্রধানত ক্যাথলিক ভক্তদের কাছে একটি জনপ্রিয় তীর্থ স্থান।
ইরাকে আইএসের হামলায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫
মাথাভাঙ্গা মনিটর: ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে গত রোববার আইএসের (ইসলামিক স্টেট) অতর্কিত হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছে। পুলিশ সূত্রে বলা হয়েছে, রিয়াদ ও হাওয়াইজাহ শহরের সংযোগ সড়কে আইএস ভুয়া চেকপয়েন্ট বসিয়ে একটি গাড়িকে থামায় এবং পাঁচ আরোহীর সকলকে গুলি চালিয়ে হত্যা করে। নিহতদের মধ্যে পুলিশ স্টেশনের প্রধানও রয়েছেন। হামলার পরপরই চরমপন্থি জঙ্গিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তাদের ধরতে অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি আনুষ্ঠানিকভাবে তার দেশকে আইএসমুক্ত ঘোষণা করেন। এর আগে ইরাকী বাহিনী আইএস দখলকৃত পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
তিন দিনেই একশো কোটির ক্লাবে টাইগার জিন্দা হ্যায়
মাথাভাঙ্গা মনিটর: মাত্র তিনদিনেই একশো কোটির ক্লাবে নাম লিখিয়েছে বলিউড মেগাস্টার সালমান খানের সদ্য মুক্তি পাওয়া ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’। শুধু তাই নয়, সালমানের আগের ছবিগুলো ব্যবসার যাবতীয় রেকর্ডও ভেঙে দিয়েছে এই ছবিটি। সেই সঙ্গে বলিউডের প্রথম ছবি হিসাবে একদিনে ৪৫ কোটি টাকার ব্যবসা করে নিয়েছে। এর আগে কোনও ছবি একদিনে এতো কোটির টাকার ব্যবসা করেনি।
মুক্তির আগে থেকেই ঝড় তুলেছে টাইগার জিন্দা হ্যায়। ট্রেলার মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি ভিউয়ার পেয়েছে। স্বাভাবিক ভাবে ছবিটিকে ঘিরে প্রত্যাশার পারদ ছিলো তুঙ্গে। তার ওপর বড়দিনের সময় মুক্তি পায় ছবিটি। প্রথম দিনই ৩৪.১০ কোটি টাকার ব্যবসা করে টাইগার জিন্দা হ্যায়। দ্বিতীয় দিন ৩৫.৩০ কোটি এবং তৃতীয় দিন ৪৫.৫৩ কোটি টাকার ব্যবসা করে। এটাই বলিউডের প্রথম ছবি যা একদিনে ৪৫ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে। সব মিলিয়ে তিনদিনেই ১১৪.৯৩ কোটি টাকা ঘরে তুলে আনে ছবির প্রযোজকরা। ‘টাইগার জিন্দা হ্যায়’ এর মধ্যদিয়ে সালমানের ১২টি ছবি একশো কোটির ক্লাবে চলে গেল।