ষ্টাফ রিপোর্টার: জাতীয় দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা ও মেহেরপুরে উৎসাহ-উদ্দীপন ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে শোভাযাত্রা, কেককাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গায় শোভাযাত্রা শেষে আলোচনাসভা ও কেটকাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি আজাদ মালিতা। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, এসএম ই¯্রাফিল, বিশিষ্ট আইনজীবী অ্যাড. সোহরাব হোসেন ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহতাব উদ্দীন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
বক্তব্য রাখেন স্থানীয় ড. এআর মালিক ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মন্ত্রী পরিষদের সাবেক সচিব ড. আব্দুস সবুর, সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আ.শু বাঙ্গালী। শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সরদার-আল-আমিন, সাংবাদিক নাজমূল হক স্বপন, রুহুল আমীন রতন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের নবনির্বাচিত সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, ইত্তেফাকের জীবননগর প্রতিনিধি এমআর বাবু ও দামুড়হুদা প্রতিনিধি মনিরুজ্জামান ধীরু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক শেখ সেলিম।
মেহেরপুর অফিস জানিয়েছেন, মেহেরপুর প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। শুরুতে কেক কেটে অতিথিবৃন্দ অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইত্তেফাকের মেহেরপুর প্রতিনিধি আবু লায়েছ লাবলু। তিনি স্বাগত বক্তব্য ও ইত্তেফাকের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি নূরুল আহমেদ, গাংনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইদুর রহমান, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো ও বর্তমান সাধারণ সম্পাদক রফিক-উল-আলম। এসময় আরও বক্তব্য রাখেন, মেহেরপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষক শাশ্বত নিপ্পন, প্রেসক্লাবের উপদেষ্টা কামরুজ্জামান খান, সাংবাদিক ওয়াজেদুল হক জেদু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতা সংগ্রামে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে ইত্তেফাকের ভূমিকা অনস্বীকার্য। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জাতীয় সাহিত্য পরিষদ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নুর আলম। মেহেরপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দৈনিক ইত্তেফাক পত্রিকার মহেশপুর সংবাদদাতা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নির্বান চন্দ্র ম-ল। বিশেষ অতিথি ছিলেন মহেশপুর পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, মহেশপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, জেলা পরিষদের সদস্য শেখ হাশেম আলী, ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, মহেশপুর সাহিত্য পরিষদের সহসভাপতি শ্যাম সুন্দর কু-ু, সাংবাদিক শামীম আশরাফ প্রমুখ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, মহেশপুর পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলাম প্রমুখ।