জীবননগর ব্যুরো: জীবননগরে গরিব অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকালে জীবননগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জীবননগর উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ২৬০জন গরিব অসহায় মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা পল্লি উন্নয়ন অফিসার মেহেদী হাসান, উপজেলা পল্লি জীবীকায়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শামনুর রহমান, সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা শহিদুল্লাহ লিমন ও সহকারী প্রোগ্রাম অফিসার আশরাফুল হক প্রমুখ।