কার্পাসডাঙ্গায় নজরুল মেলা উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

কুড়–লগাছি/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: গতকাল রোববার বিকেল ৪টায় নজরুল স্মৃতি সংসদের অফিস কক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিবিজড়িত আটচালা ঘর সংলগ্ন স্থানে দু’দিনব্যাপী ২৯ ও ৩০ ডিসেম্বর নজরুল মেলা ২০১৭ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মেলার সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য দেন বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্রের প্রোগ্রাম অফিসার তরিকুল ইসলাম হাছিব। কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের আয়োজনে থাকছে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, চুয়াডাঙ্গা, শিখা সুর তরঙ্গ, চুয়াডাঙ্গা, আনন্দধাম সঙ্গীত একাডেমি দর্শনা চুয়াডাঙ্গা। মেলাটির সার্বিক সহযোগিতায় থাকবে বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র। দু’দিনব্যাপী মেলায় থাকবে মঞ্চ নাটক, সিনেমা, নাচ, কবিতা আবৃত্তি, শীতের পিঠাপুলি, নাগরদোলা, ছবি আঁকা ও কবিতা প্রতিযোগিতাসহ মেলার দু’দিন বিকেল ৩টা থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার প্রথমদিন সকাল ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পরের দিন কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হবে। মেলায় প্রথমদিন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও দ্বিতীয় দিন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ আ. গফুর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান রানা, ওস্তাদ রঘুনাথ পাল, ওস্তাদ মশিউর, ওস্তাদ আমজাদ হোসেন, আহমেদ চেয়ারম্যান, সজীব গাজী, শিক্ষিকা আকলিমা, সাংবাদিক মেহেদী হাসান মিলন, শরীফ রতন, হাসেম রেজা হাসমত, সুলতান জসীম, আমির হামজা, ই¯্রাফিল হোসেন টিটু খান, সাজ্জাদ, আক্তারুজ্জামান বাবু প্রমুখ।