বাড়াদী প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলা জাসদের সভাপতি আবুল হোসেন মাস্টারের দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ২টায় অসংখ্য নেতাকর্মীর উপস্থিতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। আলমডাঙ্গা উপজেলা জাসদের সভাপতি আলমডাঙ্গা এনায়েতপুরের আবুল হোসেন মাস্টার দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন। গত শনিবার রাত ৮টায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকাল রোববার দুপুরে দাফন কাজ সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদ হোসেন, বাড়াদী ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, ইউপি আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক, আবুছদ্দিন মাস্টার, মকবুল হোসেন মাস্টার, শেখ আব্দুল্লাহ, লাভলু রহমান, শুকুর মোহাম্মাদ, কুদ্দুস মেম্বার, ইখতিয়ার উদ্দীন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আইনদ্দিন, রশিদ মেম্বার, শাফায়েতউল ইসলাম, আব্দুল আওয়াল রবি, এম আলাউদ্দিন, নাজিম উদ্দীন, মাসুম, কাউসার প্রমুখ।