চুয়াডাঙ্গার পদ্মবিলায় এলাকাবাসীর সাথে মতবিনিময় করলেন জেলা পরিষদ চেয়ারম্যান সামসুল আবেদীন খোকন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন। গতকাল শনিবার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বজলুর রহমান। এ সময় জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শাহান, খলিলুর রহমান ও মাফলুকাতুর রহমান সাজু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পদ্মবিলা ইউপি মেম্বার রবি হাসান রাজা, আজিবর রহমান, মজিবুল হক, মোবারক হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলে এসএম শাহরিয়ার আবেদীন রোমেল, স্থানীয় দুটি মসজিদের ইমাম ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময়সভায় শেখ সামসুল আবেদীন খোকন বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।