চুয়াডাঙ্গা হাজরাহাটি গ্রামে বিষপানে তরুণীর আত্মহত্যা

হাসপাতালে পরিবারের লোকজনের রহস্যজনক আচরণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামে রানি খাতুন নামের এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছে। গতপরশু শুক্রবার সকালে সে বিষপান করে বলে জানা গেছে। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে রানির মৃত্যুতে তার পরিবারের লোকদের হাসপাতালে রহস্যজনক আচরণ করতে দেখা গেছে। রানি চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটির রফিকুল ইসলামের মেয়ে। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে  গতপরশু শুক্রবার সকাল ৮টায় ঘরে রাখা ঘাসমারা বিষপান করে রানি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকাল ৭টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এদিকে রানির মৃত্যু নিয়ে তার পরিবারের সদস্যদের কাছে জানতে চাইলে তারা বলেন, সে ছিলো খুব রাগী ও জেদি। পরিবারের কারও কোনো কথা শুনতো না রানি। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা হাসপাতালে রানির লাশ নিয়ে তালবাহানা করতে থাকে। পরিবারের কয়েকজন বলেন, উন্নত চিকিৎসার জন্য রানিকে রাজশাহী নিয়ে যাবো, অ্যাম্বুলেন্স ঠিক করতে হবে। রানির পরিবারের কয়েকজন সদস্য অ্যাম্বুলেন্সে নেয়ার নামে লাশ বাইরে বের করে ইজিবাইকে তুলে হাসপাতাল থেকে সটকে পড়ে। ময়নাতদন্ত ছাড়া গতকাল বিকেলে রানির লাশের দাফন সম্পন্ন করা হয়েছে।