মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের হৈদারপুর গ্রামে বাউল গান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশ বরেণ্য শিল্পীরা বাউল গান ও পালা গান পরিবেশন করেন।
জানা গেছে, গতপরশু শুক্রবার রাত ৮টায় মুন্সিগঞ্জের হৈদারপুর গ্রামের শহিদুল ইসলামের আয়োজনে বাউল সঙ্গীতের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে বাউল সঙ্গীত পরিবেশন করেন দেশ বরেণ্য বাউল শিল্পী খোরশেদ আলম, রেজাউল করিম। পালা গান পরিবেশন করেন আল-আমিন দেওয়ান ও রেশমা দেওয়ান। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক অনিক সাইফুল।