ঝিনাইদহে মাঠ পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক নজরুল ইসলাম

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার কৃষক এবং কৃষি বিভাগ কৃষিতে ব্যাপক সাফল্য অর্জন করেছে। তা দেখতে সরেজমিনে কৃষকের বিভিন্ন প্রদর্শনী মাঠ পরিদর্শন করলেন নজরুল ইসলাম প্রকল্প পরিচালক খামার বাড়ি। তিনি এসময় জেলা সদরের সাধুহাটি, সাগান্না, কুমড়াবাড়িয়া, ধোপাবিলা, নগরবাতানসহ বিভিন্ন ফসলের প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন। প্রকল্প পরিচালক নজরুল ইসলাম পরিদর্শন শেষে ঝিনাইদহ সদর উপজেলার কৃষক ও কৃষি বিভাগের কর্মকা-ের প্রতি সন্তোষ্ট হন। তিনি এ প্রতিবেদকের জানান কৃষি পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (২য় পর্যায়) প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদফতর, খামারবাড়ি দিন-রাত কৃষকের জন্য কাজ করে চলেছে। আমাদের লক্ষ্য ভালো বীজ উৎপাদন করা এবং সেটা আসবে এ কৃষকের কাছ থেকে। যেমন প্রদর্শনীর মাধ্যমে ভালো বীজ উৎপাদন করে পাশের জমির কৃষক যেন বীজ সংগ্রহ করতে পারে। আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা সাংবাদিক ভাইদের বলবো ভালো বীজ উৎপাদনের খবর বেশিবেশি করে লিখবেন এমনটি আশা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার ড.খান মুহাম্মদ মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার মিলন ঘোষ, মোসবাহ আহামেদ, লতিফুর রহমান, পাপিয়া। উপসহকারী কৃষি অফিসার মিলন ঘোষ বলেন, ঝিনাইদহ সদরে ড.খান মুহাম্মদ মনিরুজ্জামান স্যারের পরামর্শে শরিষা মসুর এবার লাইন করে রোপন করা হয়েছে। আর এর সুবিধা হলো আগাছা সহজে মুক্ত হয় এবং উৎপাদন ভালো হয়।