আলমডাঙ্গার কাঠ ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কাঠ ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কাঠ ব্যবসায়ী সমিতির সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠন সভায় সাবেক সভাপতি জিল্লুর রহমান ওল্টুর সভাপতিত্বে ও আশাদুল হক ডিটোর উপস্থাপনায় বক্তব্য রাখেন সহসভাপতি আজিবার রহমান, আব্দুস সাত্তার, হাশেম আলী, হামিদুল হক, মুন্সি রবিউল ইসলাম, রবিউল ইসলাম রুবেল, মওলা বক্স প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে আশাদুল হক ডিটোকে সভাপতি, দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এ ছাড়াও কমিটির অন্যান্যরা হলেন দু’জন সহসভাপতি নিয়ামত আলী ও ওসমান গণি, সহসাধারন সম্পাদক আবুল বাশার বাদশা, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, ক্যাশিয়ার আব্দুল মজিদসহ ১৫ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।