একটি মাত্র সেতুর অভাবে!

সরোজগঞ্জ প্রতিনিধি: নবগঙ্গা নদীর ওপর একটি মাত্র সেতুর অভাবে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের চ-িপুর গ্রামসহ আশপাশের গ্রামের মানুষ ও শিক্ষার্থীরা বাঁশের ওপর দিয়ে নদী পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। চার মাইল পায়ে হেঁটে সরোজগঞ্জ না হয় পাঁচমাইল বাজার ঘুরে চুয়াডাঙ্গা জেলা সদরে যাতায়াত করতে হচ্ছে তাঁদের। এছাড়া পদ্মবিলা ইউনিয়নে কোনো মাধ্যমিক বিদ্যালয় না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে চন্ডিপুর গ্রামের ছাত্র-ছাত্রীদের সরোজগঞ্জে পড়তে আসছে। প্রতিনিয়ত আসা যাওয়ার পথে বাঁশের তৈরি সাঁকো দিয়ে পার হতে গিয়ে পানিতে পড়ে ছাত্র-ছাত্রীর বই খাতা শিক্ষা উপকরণ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগিরা। এ বিষয়ে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সুদৃষ্টি কামনা করেছে চ-িপুরসহ এলাকাবাসী।