স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র আলমডাঙ্গা উপজেলা সভাপতি চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনের পরিচিতমুখ আবুল হোসেন মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। গতরাত সাড়ে ৮টার দিকে তিনি নিজবাড়ি আলমডাঙ্গার বাড়াদী গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ রোববার বাদ জোহর গ্রামেরই আলহাজ মীর খুস্তার আলী মাধ্যমিক বিদ্যালয়মাঠে নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হবে।
জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের বাড়াদী গ্রামের শিক্ষানুরাগী আবুল হোসেন মাস্টার দীর্ঘদিন ধরে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সাথে সম্পৃক্ত ছিলেন। আলমডাঙ্গা উপজেলা জেএসডি’রর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ রোগে আক্রান্ত হন। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে ফিরিয়ে নেয়া হয় বাড়িতে। গতরাত সাড়ে ৮টার দিকে নিজবাড়িতেই মৃত্যুবরণ করেন তিনি। আবুল হোসেন মাস্টারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শুধু নিকটজনদেরই মধ্যেই নয়, রাজনৈতিক মহলেও নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দু’ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি তৌহিদ হোসেন, জেএসডি নেতা আব্দুল্লাহ শেখ, আলাউদ্দিনসহ নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, আবুল হোসেন মাস্টার ছিলেন একজন সমাজসেবক। পরোপকারের জন্য সবসময়ই নিবেদীত ছিলেন। তার মতো একজন মানুষের চলে যাওয়ার ক্ষতি সমাজ পোষাতে পারবে না।