স্টাফ রিপোর্টার: রংপুর থেকে পালিয়ে অসম প্রেমের জুটি চুয়াডাঙ্গার পলাশপাড়ায় ৭দিন কাটিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়ে চুয়াডাঙ্গা স্টেশনে পুলিশের হাতে ধরা পড়েছে। গতরাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা থেকে শামসুজ্জোহা সঙ্গী (২৩) ও তিন সন্তানের জননী আম্বিয়া পারভীন কপিকে আটক করে থানায় নেয়া হয়। এরা ৯দিন আগে সংসার পাতার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়ে। শামসুজ্জোহা সঙ্গী রংপুর কোতয়ালি থানার ভোগীবাজারপাড়ার হায়েচ উদ্দিনের ছেলে। আর একই এলাকার বাসিন্দা এনামাহুল হক সার্জেন্টের স্ত্রী। সোলায়মান আলীর মেয়ে।