দৌলতপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্টে গাংনীর আড্ডা চ্যাম্পিয়ন

গাংনী প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুরে অনুষ্ঠিত ‘মায়ের ছোয়া’ ব্যাডমিন্টন টুর্নামেন্টন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মেহেরপুর গাংনীর আড্ডা দল। বিজয়ী দলের হয়ে জাতীয় র‌্যাঙ্কিকের সুনাম ধরে রাখলেন দুলাল-পরশ জুটি। ২-০ সেটে চুয়াডাঙ্গার এআর টাওয়ার দলের এনাম-সোহেল জুটিকে পরাজিত করে বিজয় মুকুট ছিনিয়ে আনে আড্ডা দলের দুলাল-পরশ জুটি। গেল বছর জাতীয় দলের সর্বোচ্চ র‌্যাঙ্কধারী খেলোয়াড় দুলাল-পরশ।
প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়মাঠে মনোরম পরিবেশে আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণ করে বিভিন্ন এলাকার ১৬টি দল। প্রতিটি দলেই ছিলেন জাতীয় পর্যায়ের খেলোয়াড়। তাই প্রথম রাউন্ড থেকেই খেলা হয়ে ওঠে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কেউ কাউকে ছাড় দেয়ার নয়। ব্যক্তিগত ও জুটিগত সেরা খেলা প্রদর্শন দর্শকদের আনন্দের সঞ্চার করে। একটি পয়েন্ট দর্শকদের জন্য একটি বাঁধভাঙা উল্লাস। এভাবেই রাতভর চলে খেলা। গতকাল শনিবার সকাল ছয়টায় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেই জয়ের মালা ছিনিয়ে আনেন আড্ডা দলের দুলাল-পরশ জুটি। তাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতেই পারেনি রানারআপ এনাম-সোহেল জুটি। শেষ পর্যন্ত ২-০ সেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন আড্ডা জুটি। স্থানীয় দর্শকদের সাথে রাতভর খেলা উপভোগ করেন গাংনীর আড্ডার সদস্যসহ বিভিন্ন শ্রেণির দর্শক।
চ্যাম্পিয়ন দল ৬০ হাজার ও রানারআপ দল ৩০ হাজার টাকার প্রাইজ মানি পেয়েছেন। সেই সঙ্গে চ্যাম্পিয়ন।
ট্রফি গ্রহণ করেন চ্যাম্পিয়ন জুটি দুলাল-পরশ, আড্ডা সভাপতি ওয়াহেদ বীন হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক আবু হানজেলা, টুর্নামেন্ট অংশগ্রহণের সার্বিক দায়িত্বে থাকা খোরশেদ আলম, আড্ডার অন্যতম সদস্য মশিউর রহমান, কামাল হোসেন, মিজানুর রহমান, বশির আহম্মেদ, বাবুল আক্তার, সিলন, জাবলুন্নবী, আলমগীর হোসেন, বকুল, আব্দুল্লাহ, বুলু, মাহবুব, স্বপন, বাবু, সাজু, জাফর, আলম, শিমুল, মিজান, অনন্তসহ আড্ডার সকল সদস্য। সকালে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও আড্ডা সদস্যরা গাংনীতে ফিরে আসলে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারীনেত্রী নুরজাহান বেগমসহ এলাকার ক্রীড়াপ্রেমীরা।