কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়মাঠে গতকাল শনিবার ৪৭তম জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা স্কুল-মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতির সভাপতি ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নাজমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রতন মিয়া। বক্তব্য রাখেন, কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান, সাবদারপুর আলীম মাদরাসার অধ্যক্ষ মো. জাকির হুসাইন ও টিআইসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিয়ার রহমান প্রমুখ। স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ২২টি স্কুল ও ৯টি মাদরাসা অংশগ্রহণ করে।