স্টাফ রিপোর্টার: অনূর্র্ধ্ব-১৪ চুয়াডাঙ্গা জেলা ক্রিকেট দল ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আজ সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরার উদ্দেশে যাত্রা করবে। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা দলের ১৫ সদস্যের খেলোয়াড়ের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ভালো খেলে জেলার মুখ উজ্জ¦ল করার জন্য দোয়া কামনা করা হয়। গতকাল বিকেলে অনুশীলন শেষে খেলোয়াড়দের সাথে একান্ত আলাপচারিতায় মিলিত হন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও টিমের অফিসিয়ালগণ। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন টুটুল মোল্লা, বদর খান, মহসিন রেজা, হাফিজুর রহমান হাপু ও জেহাদী-ই-জুলফিকার টুটুল এবং টিমের অফিসিয়াল হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম ও ইসলাম রকিব। আগামীকাল সোমবার সকাল ৯টায় উদ্বোধনী ম্যাচে চুয়াডাঙ্গা জেলা দল মুখোমুখি হবে স্বাগতিক সাতক্ষীরা জেলা দলের বিপক্ষে।