ভ্রাম্যমাণ প্রতিনিধি: আর্তমানবতার সেবায় হতদরিদ্র তহবিল গঠন করেছে আলমডাঙ্গা হারদী ইউনিয়নের ওসমানপুর, প্রাগপুর ও লক্ষ্মীপুর গ্রামবাসী। গতকাল শুক্রবার সকাল ১০টায় প্রাগপুর চাষি ক্লাবে সংগঠনের এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. সামাদ, সাধারণ সম্পাদক আইনাল হক, আনোয়ারুল ইসলাম, সাংবাদিক গোলাম সরওয়ার সদু, রবিউল হক মিঠু, পরিচালক রাজু আহম্মেদ, সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সম্পাদক শাহারিয়ার নাফিজ, কোষাধ্যক্ষ আনাস রেদোয়ান, মাসুদ রানা, ডা. মিলন, মহাসীন আলী, মতিয়ার রহমান, মোফাজ্জেল হোসেন, ছিনামত, মহসীন চৌধুরী, সিফাত শিহাব, মুবিন, আল মামুন, রাজন তানভীর, বিপুন, উজ্জ্বল, লাব্বি, শুভ, রুবেল, রিজভীসহ ওসমানপুর, প্রাগপুর ও লক্ষ্মীপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা, গরিব শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, হতদরিদ্রদের অর্থ সহায়তা প্রদান ও এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের উদ্দেশে ৩টি গ্রামের যুব সমাজ এ উদ্যোগ গ্রহণ করেছে।