চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় ফেনসিডিল খেতে এসে খদ্দের সাব্বির পাকড়াও : বিক্রেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর বেগমপুর ক্যাম্প পুলিশ আকন্দবাড়িয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার এবং খদ্দেরকে পাকড়াও করেছে পুলিশ। এ ঘটনায় বিক্রেতা চিহ্নিত মাদক বিক্রেতা ছোট বুড়ি এবং খোদ্দের সাব্বিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। চুয়াডাঙ্গা সদর বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই জাকির হোসেন গতকাল শুক্রবার দুপুর ১টায় সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান আকন্দবাড়িয়া গ্রামের তমালতলায়। এসময় পুলিশ হাফ বোতল ফেনসিডিল সেবনকারী চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ার করিমের ছেলে সাব্বির হোসেনকে পাকড়াও করেন। সাব্বিরের স্বীকারোক্তিতে ফেনসিডিল বিক্রেতা আব্দুল্লার স্ত্রী সাহেরা বেগম ওরফে ছোট বুড়ির বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশ ছোট বুড়ির বাড়ির সিঁড়ির নিচ থেকে মাটির মধ্যে পুতে রাখা ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক বিক্রেতা ছোট বুড়ির বিরুদ্ধে পলাতক আসামি হিসেবে মামলা এবং সাব্বিরকে ভ্রাম্যমাণ আদালতে বিচার করার জন্য চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেন। আজ শনিবার সাব্বিরকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হবে বলে পুলিশ জানায়।

Leave a comment