স্বার্থপর

আহাদ আলী মোল্লা

বাল্যবিয়ে দিয়ে বেড়ান
খেয়ে বেড়ান পোলাও,
কায়দা করে ফোঁস লাগিয়ে
ভর্তি করেন ঝোলাও।

মানুষ খাসা সত্যি
প্রভাব প্রতিপত্তি
তাও রয়েছে বেজায় রকম,
কথায় আছে ধার
লোক চমৎকার।

আইনকানুন থোড়ায় কেয়ার
আছে ওনার গোড়ায় কেয়ার
তাই;
ওনার মতো সেয়ানা লোক
এ তল্লাটে নাই।

ধার দেবে না অসুখ-জ্বর
তার মানে খুব স্বার্থপর।

সূত্র: (শ্যালকের সাথে স্কুলছাত্রীর বাল্যবিয়ে দিয়ে দাপট দেখালেন ইউপি মেম্বার)