রফিকুল ইসলাম সভাপতি শাহ আলম সনি সাধারণ সম্পাদক

বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচনে এনটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলাম সভাপতি ও প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া, অন্যান্য ১১টি পদের সকল প্রার্থীকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান করায় এবং সবকটি মনোনয়ন বৈধ হওয়ায় এ ঘোষণা দেয়া হয়। গতকাল শুক্রবার রাতে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. সোহরাব হোসেন এ ঘোষণা দেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির দুই সদস্য অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ও অ্যাড. আবুল বাশার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচনে বাকি ১১টি পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি শেখ সেলিম, সহসাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আহাদ আলী মোল্লা, অর্থ-সম্পাদক সংবাদ প্রতিদিনের চুয়াডাঙ্গা প্রতিনিধি ইলিয়াস হোসেন, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক দৈনিক মাথাভাঙ্গার বিশেষ প্রতিনিধি মো. আব্দুস সালাম, ক্রীড়া সম্পাদক দেশ টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি খাইরুজ্জামান সেতু, দফতর সম্পাদক দৈনিক বাংলাদেশ বার্তার চুয়াডাঙ্গা প্রতিনিধি আলমগীর কবির শিপলু এবং কার্যকরী সদস্য দৈনিক সংগ্রামের চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহতাব উদ্দীন, দৈনিক মানবজমিনের চুয়াডাঙ্গা প্রতিনিধি আব্দুল মজিদ জিল্লু, চ্যানেল টোয়েন্টি ফোর’র চুয়াডাঙ্গা প্রতিনিধি রেজাউল করিম লিটন, অনলাইন নিউজ পোর্টাল’র চুয়াডাঙ্গা প্রতিনিধি সনজিত কর্মকার ও দৈনিক আকাশ খবরের নির্বাহী সম্পাদক তানজির আহমেদ রনি।