মাথাভাঙ্গা মনিটর: কাশ্মীরকে ঘিরে আবার ভারত-পাকিস্তান চতুর্থ যুদ্ধ বাঁধবে এমন কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এর জবাবে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বললেন, আমার জীবদ্দশায় ভারতের সাথে কোনো দিন জিতবে না পাকিস্তান। সব মিলিয়ে কামান-গোলাবারুদ নিয়ে যুদ্ধের আগেই বাকযুদ্ধে নামলো প্রতিবেশী দুই দেশ। পাকিস্তানের বিখ্যাত পত্রিকা ডন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, কাশ্মীর নিয়ে শুরু হতে পারে যুদ্ধ। শরীফ আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীরের বাজেট অধিবেশনে বলেছেন, তিনি বেঁচে থাকা অবস্থায় তিনি মুক্ত কাশ্মীর দেখে যেতে চান। এটাই তার স্বপ্ন।