বাংলাদেশ যুব গেমস চুয়াডাঙ্গা ভেন্যুর ফুটবল ও দাবা খেলোয়াড় বাছাই সম্পন্ন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ যুব গেমস’র চুয়াডাঙ্গা ভেন্যুতে গতকাল বৃহস্পতিবার যুবক-যুবতিদের মধ্য থেকে মেধাসম্পন্ন ফুটবল ও দাবা খেলোয়াড় বাছাই সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবলমাঠে দুপুর ২টা থেকে শুরু হয় ফুটবল খেলা। এ খেলায় ২২ জন মেধা সম্পন্ন খেলোয়াড় বাছাই করা হয়েছে এবং দাবায় নাইমুর রহমান নামে এক জনকে শ্রেষ্ঠ দাবাড়– হিসেবে মনোনীত করা হয়েছে। ফুটবল খেলোয়াড় বাছাইয়ে ভূমিকা পালন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটন, ডিএফএ’র সভাপতি রফিকুল ইসলাম লাডডু, সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, হামিদুর রহমান সন্টু প্রমুখ। সকাল থেকেই প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের খেলাগুলো ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন এবং ক্রীড়ামোদী ক্রীড়াবিদদের সঙ্গে নিয়ে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক মনোনীত চুয়াডাঙ্গার কৃতিসন্তান মিনিস্টার মাইওয়ানের স্বত্বাধিকারী আব্দুল লতিফ খান যুবরাজ।

আগামীকাল ২৩ ডিসেম্বর সাঁতার ও ২৪ ডিসেম্বর হকি ও অ্যাথলেটিক্স খেলোয়াড় বাছাই সম্পন্ন হবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে সারা বাংলাদেশের ৬৪ জেলায় একযোগে শুরু হয়েছে তৃণমূল পর্যায় থেকে মেধাসম্পন্ন খেলোয়াড় বাছাইয়ের কাজ। তারই অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলায় চলছে খেলাধুলার বিভিন্ন ইভেন্টে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের কাজ।