কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে ‘মোবাইলফোনের শীতকালীন বিশাল মেলা’ মাইকিং করে অরজিনাল কোম্পানির মোবাইল সেটের নামে নিম্নমানের মোবাইলফোন সেট বিক্রির অভিযোগে মিলন অধিকারী (৪৬) নামের এক দোকানিকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে কালীগঞ্জ মেইন বাসস্টান্ডের রহমানীয়া মার্কেটের দ্বিতীয়তলায় অবস্থিত মিথিলা টেলিকম নামে একটি দোকান। এসময় পুলিশ দোকান থেকে মোবাইলফোন সেট উদ্ধার করে দোকানটি তালাবদ্ধ করে দেয়। জানা গেছে, মিথিলা টেলিকমের মালিক মিলন অধিকারী দীর্ঘদিন ধরে অরজিনাল কোম্পানির মোবাইল সেট বিক্রির নামে বিভিন্ন কোম্পানির বাতিল মোবাইলফোন সেট সংগ্রহ করে তা জোড়াতালি দিয়ে প্রতারণামূলকভাবে ব্যবসা করে আসছে। এসব সেটের সাথে অরজিনাল কোম্পানির মাদার বোর্ড, আইএমই, ওয়ারেন্টি কার্ড, আইএমই স্টিকার, হলোগ্রাম, ব্যাটারি ও হেডফোনের কোনো মিল নেই। প্রতারণার শিকার কালীগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সোহাগ হোসেন জানান, তিনি ১৮৫০ টাকা দামের একটি সিম্ফনি মোবাইল সেট ১০৫০ টাকা দিয়ে মিথিলা টেলিকম থেকে ক্রয় করেন। এক সপ্তাহ পর ফোন সেটটি নষ্ট হয়ে যায়। প্রতারণার স্বীকার অপর ব্যক্তি ইমরান হোসেন জানান, সিম্ফনি ডি-৫৬ মডেলের ১২০০ টাকার একটি মোবাইল সেট ৮০০ টাকা দিয়ে মিথিলা টেলিকম থেকে ক্রয় করেন। কেনার কয়েকদিন পর তা নষ্ট হয়ে যায়। পরে মিথিলা টেলিকমে অভিযোগ দিলে দোকান মালিক তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়ার হুমকি দেয়। তাদের মতো আরও অনেকে মিথিলা টেলিকম থেকে সেট ক্রয় করে প্রতারিত হয়েছেন বলে তারা উল্লেখ করেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে কালীগঞ্জ উপজেলা মোবাইল সেট বিক্রেতা মালিক সমিতির সভাপতি জহুরুল হক বিপ্লব জানান, মিথিলা টেলিকমের মালিক মিলন অধিকারী দীর্ঘদিন যাবৎ সিম্ফনি ও লাভা কোম্পানির নাম দিয়ে আন-অথোরাইজড বিভিন্ন মডেলের ফোন সেট কোথা থেকে সংগ্রহ করে তা নিজের দোকানের নামে ছাপা প্যাকেটে ভরে বাজারে মাইকিং করে স্বল্প মূল্যে বিক্রয় করে আসছে। জোড়াতালি দেয়া এসব সেট বেশিদিন ব্যবহার করা যায় না। আইএমই নম্বরগুলো সম্পূর্ণ ভুয়া বসানো। এ ব্যাপারে লাভা কোম্পানির মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ তানজীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লাভা কোম্পানির X1, X5 মডেলের দুটি মোবাইল সেট মিথিলা টেলিকম দোকানের স্টিকার ও প্যাকেট ছেপে তাতে ভরে দোকানে বিক্রি করা হতো। ইতঃপূর্বে তিনি জানতে পেরে তা বিক্রি করতে নিষেধ করেছেন। কিন্তু দোকানদার তার কথা না শুনে দীর্ঘদিন ধরে ওই নিম্নমানের সেট বিক্রয় করে আসছেন। তিনি আরও বলেন, মূলত X1 মডেলের সেটটি ২ বছর আগেই বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে সিম্ফনির ডিলার ঝিনাইদহের কণিকা ট্রেডিং এর প্রতিনিধি মারুফ জানান, মিথিলা টেলিকমে B4i, D56i, D80, D54 মডেলের সিম্ফনি কোম্পানির যেসব সেট বিক্রি করছে কোম্পানি তা অনেক আগেই বাতিল করে দিয়েছে। বাতিল হওয়া মডেলগুলোর কোনো দায়ভার কোম্পানি বহন করে না। কিন্তু মিথিলা টেলিকম এক বছরের ওয়ারেন্টি দিয়ে তা বিক্রি করে সাধারণ নিরীহ মানুষের সাথে প্রতারণা করে আসছে। যা বিটিআরসি আইন পরিপন্থী। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান খান জানান, বিষয়টি ভেজালে কাজ। পুলিশ তাকে আটক করে থানায় এনেছে। যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।