কুড়ুলগাছি প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় এক সংখ্যালঘু পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। কার্পাসডাঙ্গা মিশন পল্লির খ্রিস্টান সম্প্রদায় হিমাংশু সরকারের ছেলে সুদিন সরকার জানান ২০১০ সালে তিনি মনোয়ারা জং মোশারফ হোসেন, মতিয়ার রহমান পিতা মৃত মোশারফ, কাঞ্চন খাতুন পিতা মৃত মোশারফ সর্বসাং কার্পাসডাঙ্গার কাছে ০.০৬৯৬ একর জমি কেনেন। যা তিনি দীর্ঘদিন ধরে নকশা অনুযায়ী নিজের ভাগে ভোগ দখল করে আসছেন। হঠাৎ করেই নাজমা খলিল জং ইকবাল খলিল জমির দাম ধরে আদালতে মামলা করেন। যা এখনো চলমান। তবে মৃত খলিল মাস্টারের ছেলে বাবলু হঠাৎ করে আমি সংখ্যালঘু বলে আমার জমিটি জোরপূর্বক দখলে নিয়েছে। এ বিষয়ে জানতে বাবলুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এ বিষয়ে সুদিন সরকার বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গা আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দামুড়হুদা মডেল থানাকে নির্দেশ দিলে। মডেল থানা কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদকে দায়িত্ব দেন। আসাদ ছুটিতে থাকায় এএসআই মাসুদ আদেশ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিরোধপূর্ণ জমিতে কোনো কিছু না করার নির্দেশ দেন। কিন্তু গায়ের জোরে আদালতের আদেশ অমান্য করে প্রাচীর নির্মাণ করছে বাবলুরা। সুদিন সরকার আক্ষেপ করে বলেন, ‘সংখ্যালঘু বলে কি বিচার পাবো না? না কি জমি বিক্রি করে অন্যদেশে যেয়ে থাকবো।’