শরিফ রতন: দামুড়হুদা উপজেলার নবগঠিত নাটুদাহ ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। এ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। করছেন ভোট প্রার্থনা। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে নির্বাচনী আমেজ। উপজেলার নতিপোতা ইউনিয়ন ভেঙে নবগঠিত নাটুদাহ ইউনিয়ন গঠিত হয়। ২০১৫ সালের ২৯ মার্চ অনুষ্ঠিত হয় প্রথম নির্বাচন। এ নির্বাচনে ২নং ওয়ার্ডে সদস্য হিসেবে নির্বাচিত হয় জনপ্রিয় ব্যক্তি রবিউল ইসলাম রবি বাবু। নির্বাচনের আড়াই বছরের মাথায় চলতি বছরের ২০ জুন মারা যান রবি বাবু। শুন্য হয়ে পড়ে ২নং ওয়ার্ডের সদস্য পদটি। এ ওয়ার্ডের উপনির্বাচনে মেম্বার পদে ৬জন প্রার্থী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরা হলেন আক্তার হালসোনা (ফ্যান), জাহাঙ্গীর আলম (মোরগ), শাহিন হোসেন (টিউবওয়েল), আনিছুর রহমান (ফুটবল), ইন্নাল শেখ (ভ্যানগাড়ি), জয়নাল (তালা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেক প্রার্থী তাদের নিজ নিজ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে গোটা এলাকা। ১৭০৬জন ভোটার ভোট প্রয়োগের মধ্যদিয়ে নির্বাচিত করবেন পছন্দের প্রার্থীকে। শুধু অপেক্ষার পালা কে পরবে বিজয়ের মালা।