জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভা হয়েছে। গতকাল বুধবার বিকেলে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা হয়। সভায় বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে আগামী ২৩ ডিসেম্বর ঢাকায় সহকারী শিক্ষক সমিতি ঐক্যজোট কর্তৃক আয়োজিত অনশন কর্মসূচি সফল করতে আলোচনা করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় জীবননগর উপজেলা সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক মোমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির চুয়াডাঙ্গা জেলার যুগ্ম-আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক তকারুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন জীবননগর উপজেলা কমিটির সদস্য সচিব সামাউল হক, খালিদ হোসেন, সেলিম উদ্দিন, মফিজ উদ্দিন, একলাছুর রহমান, আশাবুর রহমান, আবুল কালাম আজাদ, জিনারুল ইসলাম, সাইফুল ইসলাম ও মকলেছুর রহমান। সভায় বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে ঐক্যজোট কর্তৃক আহুত আগামী ২৩ ডিসেম্বর ঢাকায় অনশন কর্মসূচি সফল করতে জীবননগর থেকে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।