ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্ব ॥ গাংনীতে পিটুনির শিকার ইউপি সদস্য

গাংনী প্রতিনিধি: ইয়াবা বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে মিলন হোসেন নামের এক ইউপি সদস্য পিটুনির শিকার হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর গাংনীর মহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। মিলন হোসেন মটমুড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য। তিনি চরগোয়াল গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গতকাল বুধবার বিকেলে মহাম্মদপুর গ্রামের আরিফের বাড়িতে গিয়ে গালিগালাজ করে মিলন হোসেন ও তার ঘনিষ্ট ছাতিয়ান গ্রামের সেন্টু এবং চরগোয়াল গ্রামের রাজন হোসেন। এর জের ধরে আরিফের পরিবারের লোকজন মিলন মেম্বারকে বাটামপেটা করে। আরিফ হোসেন বলেন, কিছু দিন আগে মিলন মেম্বার আমাকে ১শ’ পিস ইয়াবা বিক্রি করতে দেয়। আমি ইয়াবা বিক্রি করে সংসারে টাকা খরচ করে ফেলি। এ কারণে সময়মত টাকা ফেরত দিতে পারিনি। ওই টাকা আদায়ের জন্য মিলন মেম্বার লোকজন নিয়ে আমার বাড়িতে আসে। আমার স্ত্রীকে গালিগালাজ ও শ্লীলতাহানী করে।
মিলন মেম্বার, রাজন ও সেন্টু এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী অভিযোগ করে আরিফ আরও বলেন, আমি কিছুদিন আগেও মিলনের মাল (ইয়াবা) বিক্রি করতাম। এখন আমি ব্যবসা করি না। বামন্দী, কাজিপুর, মহাম্মদপুর ও খলিশাকু-িসহ বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে মিলন মেম্বারের লোকজন।
স্ত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় মামলা দায়ের করার সিদ্ধান্ত নিলেও প্রাণভয়ে থানায় যেতে পারছে না আরিফ। এমন অভিযোগ করে আরিফ বলেন, মিলন মেম্বার আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। সে বলেছে ‘প্রশাসন আমার কেনা, কোনো প্রশাসন আমার কিছু করতে পারবে না’। এমন দাম্ভিকতা ও হুঙ্কারে ভীত হয়ে পড়েছে আরিফের পরিবার। তবে এ বিষয়ে জানতে চেয়ে মোবাইলে কল দিলে মিলন মেম্বার কল কেটে দেন। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনা কি নিয়ে তা দেখা হচ্ছে। ইয়াবা ব্যবসার বিষয় থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।