স্টাফ রিপোর্টার: দামুড়হুদার বিষ্ণপুর মাস্টারপাড়ায় অগ্নিকা-ে একটি মুদিদোকান পুড়ে ভস্মীভুত হয়েছে। গতরাত সাড়ে ১০টার দিকে দোকানের সটসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়ে বলে প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করা করেছে। আগুনে কমপক্ষে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে দোকানি আলতাফ হোসেনের নিকটাত্মীয় মন্তব্য করেছেন।
জানা গেছে, বিষ্ণপুরের মাস্টারপাড়ার মুনছুর আলীর ছেলে আলতাফ হোসেন বাড়ির কাছে মুদিদোকান দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। গতরাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দোকানে আগুন জ্বলছে দেখে প্রতিবেশীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করতে থাকেন। খবর দেয়া হয় চুয়াডাঙ্গা ফায়ার স্টেশনে। লালগাড়ি নিয়ে সিভিল ডিফেন্স সদস্যরা পৌঁছুনোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। এর মাঝে দোকানে থাকা সব মালামার পুড়ে ভস্মীভুত হয়। ফলে ফায়ার স্টেশনের সদস্যদের পথিমধ্য থেকেই ফিরতে হয়। এলাকার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। দোকানে থাকা ফ্রিজের সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে পুলিশকেও জানিয়েছে স্থানীয়রা।