স্টাফ রিপোর্টার: বাংলাদেশ যুব গেমসের চুয়াডাঙ্গা ভেন্যুতে গতকাল মঙ্গলবার যুবক-যুবতীদের হ্যান্ডবল, কাবাডি, ভলিবল, ফুটবল ও আর্চারি অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবলমাঠে দুপুর ২টা থেকে শুরু হয় ফুটবল খেলা। সকাল ১০টা থেকে চুয়াডাঙ্গা পুরোনো স্টেডিয়ামে শুরু হয় কাবাডি, ভলিবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা। একই সাথে চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে সকাল ৯টা থেকে শুরু হয় আর্চারি প্রতিযোগিতা। সকাল থেকেই প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের খেলাগুলো ঘুরে ঘুরে পর্যেবেক্ষণ করেন এবং ক্রীড়ামোদী ক্রীড়াবিদদের সঙ্গে নিয়ে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক মনোনীত চুয়াডাঙ্গার কৃতিসন্তান মিনিস্টার মাইওয়ানের স্বত্বাধিকারী আব্দুল লতিফ খান যুবরাজ।
উল্লেখ্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে সারা বাংলাদেশের ৬৪ জেলায় একযোগে শুরু হয়েছে তৃণমূল পর্যায় থেকে মেধাসম্পন্ন খেলোয়াড় বাছাইয়ের কাজ। তারই অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলায় চলছে খেলাধুলার বিভিন্ন ইভেন্টে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের কাজ।