শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে জাতীয় পতাকা সদৃশ্য কেক : ক্ষুব্ধ প্রতিক্রিয়া
স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় পতাকা সদৃশ্য কেক কাটার আয়োজন নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেক কাটার মুহূর্তে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ রকম কেক দেখে ক্ষোভ প্রকাশ করে সেটি না কেটে সরিয়ে ফেলার নির্দেশ দেন।
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠানটি হলেও এর আয়োজনের দায়িত্বে ছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্বে এই অনুষ্ঠান আয়োজনের জন্য কয়েকটি কমিটিও গঠন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির একাধিক কর্মকর্তা বলেন, অনুষ্ঠানটি ছিলো মূলত আলোচনাসভা। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। বিকেলে শুরু হওয়া এই আলোচনা শেষ হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। শেষে নাশতা খাওয়ার সময় মাউশির কয়েকজন কর্মকর্তা পতাকা সদৃশ কেকটি কাটার আয়োজন করেন। কিন্তু কেক কাটার প্রাক্কালে শিক্ষামন্ত্রী সেটি দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি বলেন, তিনি কি পতাকা কাটবেন নাকি? সঙ্গে সঙ্গে তিনি এটি সেখান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন। পরে তা সরিয়ে নেয়া হয়। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সমালোচনা করছেন। তারা বলছেন, এটি জাতীয় পতাকার প্রতি অসম্মান।
সড়ক দুর্ঘটনায় আহত এমপি মোস্তফা আহমেদের মৃত্যু
স্টাফ রিপোর্টার: সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ একমাস চিকিৎসাধীন থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না…রাজেউন)। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে সকালে মারা যান তিনি। গত ১৮ নভেম্বর টাঙ্গাইলের নাটিয়াপাড়ায় তাকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে রংপুরগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এমপি ও চালকসহ চারজন আহত হন। পরে টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিত্সা দিয়ে ঢাকায় নিয়ে আসা হয়। সম্মিলিত সামরিক হাসপাতালে তার অস্ত্রোপচারও হয়। এই সংসদীয় আসনের সাবেক এমপি মনজুরুল ইসলাম লিটন আততায়ীর হাতে খুন হওয়ার পর উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান গোলাম মোস্তফা। এ বছরের ২২ মার্চ ওই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে হারিয়ে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের এই সাবেক চেয়ারম্যান।
ঢাকায় নেপালি ছাত্রীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার: রাজধানীর ভাটারা থানাধীন পাইওনিয়ার ডেন্টাল কলেজের হোস্টেল থেকে বিনিশা শাহ (২০) নামের এক নেপালি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে কলেজটির হোস্টেল থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, বিনিশা শাহ পাইওনিয়ার ডেন্টাল কলেজের ২২তম ব্যাচের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার তার টার্ম-২ পরীক্ষা ছিলো। পরীক্ষা শেষ হওয়ার আধাঘণ্টা আগেই খাতা জমা দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে যান এবং হোস্টেল কক্ষে গিয়ে আত্মহত্যা করেন। পুলিশ জানিয়েছে, নিহত ছাত্রীর জন্ম ১৯৯৬ সালে। সে ২ বছর আগে বাংলাদেশে পড়তে আসে। তার বাবার নাম ভাগান সাহু, মা শান্তি দেবি সাহু। নেপালের বিরাট নগরের কাঞ্জন গ্রামে তাদের বসবাস। পুলিশের ধারণা, আত্মহত্যা করে ওই শিক্ষার্থী মারা গেছে।
ক্লিনিকের পাওনা পরিশোধে নবজাতক বিক্রি!
স্টাফ রিপোর্টার: একদিকে অভাব ও অন্যদিকে একাধিক কন্যা সন্তানের কারণে নবজাতককে যেতে হলো অন্যের ঘরে। নবজাতক শিশুকন্যাকে বিক্রি করে ক্লিনিকের পাওনা পরিশোধ করল খুলনার পাইকগাছার এক দম্পত্তি। গত ১২ ডিসেম্বর পাইকগাছা ফারিন হসপিটালে স্মরণখালী গ্রামের দিলিপ সরদারের স্ত্রী এক কন্যা সন্তানের জন্ম দেয়। এর পূর্বে এ পরিবারে আরো ২টি কন্যাসন্তান থাকায় নবজাতকের প্রতি চরম অবহেলা ও অযত্ন দেখা দেয়। এমনকি জন্মের পর নবজাতককে বুকের দুধও দেয়া হয়নি বলে জানা গেছে। বিষয়টি জানার পর পৌরসভার সরল গ্রামের লক্ষ্মণ সরদারের স্ত্রী কবিতা রাণী সরদার ১৩ ডিসেম্বর সকালে ওই হসপিটালে গিয়ে খোঁজখবর নিয়ে শিশুটি নেয়ার জন্য আগ্রহ দেখায়। এক পর্যায়ে শিশুটির পিতা-মাতা ক্লিনিকের টাকা পরিশোধের দাবি করে। কবিতা রাণী ক্লিনিক কর্তৃপক্ষের সাথে কথা বলে ৪ হাজার ২শ’ টাকা পরিশোধ করে শিশু সন্তানটি নিয়ে যায়।