মেহেরপুর অফিস: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মেহেরপুর সদর উপজেলার ৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ওই ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৮৮জন প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলি ও মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন। আরও বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি কমর উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষিকা নাসিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওলিউর রহমান।
প্রধান অতিথি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশে বিশ্বাসী। ইতোমধ্যে দেশের মানুষ ডিজিটালের সুবিধা ভোগ করছে। যুব সমাজ ঘরে বসে অনেক টাকা আয় করছে। বিনোদন, শিক্ষা-স্বাস্থ্য সেবাসহ নানা ধরনের সুবিধা ভোগ করছেন। মেহেরপুর সদর উপজেলার ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৭ টিতে ল্যাপটপ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ না থাকা একটি প্রতিষ্ঠানে ল্যাপটপ দেয়া হয়নি। বিদ্যুৎ সংযোগ পেলে ওই প্রতিষ্ঠানকে একটি ল্যাপটপ দেয়া হবে। এছাড়া অচিরেই প্রতিটি প্রতিষ্ঠানে পাঠদানের জন্য প্রজেক্টর দেয়া হবে।