প্রেম করে বিয়ে অতঃপর স্বামীর নির্যাতনে কলেজ ছাত্রীর আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের ব্যাপারিপাড়ায় মিথিলা খাতুন (২২) নামে এক অনার্স পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঝিনাইদহ সরকারি কে.সি কলেজের অনার্স বাংলা বিভাগের ছাত্রী মিথিলা হরিণাকুণ্ডুউপজেলার সিঙ্গাগ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের পাগলাকনাই সড়কস্থ ব্যাপারিপাড়ার জনৈক আমির হোসেন আমুর বাসা থেকে মিথিলার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে মিথিলার স্বামী জাহিদ পলাতক রয়েছে। জাহিদ হরিণাকু-ু উপজেলার ভেড়াখালী গ্রামের বিশারত আলীর ছেলে। মিথিলার মা মাহমুদা খাতুন জানান, এক বছর আগে জাহিদ তার মেয়েকে প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ে করে। বিয়ের পর থেকে তারা বাইরে বসবাস করে আসছিলো। জাহিদ মিথিলাকে তাদের বিয়ের বিষয়টি গোপন রাখার জন্য বলেছিলো। একটা চাকরি পেলে মিথিলাকে বাড়ি নিয়ে যাবে। মিথিলার পিতা জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, তারা স্বামী-স্ত্রী একই বাসায় ছিলো। রাতে কোনো এক সময়ে নির্যাতনের পর তার মেয়েকে হত্যা করা হতে পারে। মেয়েকে মারধর করে তার কাছে থাকা টাকা, পয়সা ও দামী মোবাইলও জাহিদ নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়। এবিষয়ে ঝিনাইদহ সদর থানার এসআই আবুল কাসেম বিশ্বাস জানান, গতকাল মঙ্গলবার ব্যাপারিপাড়ার একটি বাসা থেকে মিথিলার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। তবে মেয়ের পিতার অভিযোগ থাকায় আমরা মিথিলার লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

Leave a comment