শৈলকুপা প্রেসক্লাব নিয়ে অপপ্রচার : থানায় জিডি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের ঐতিহ্যবাহী শৈলকুপা প্রেসক্লাব নিয়ে গত সোমবার স্থানীয় পত্রিকায় জনৈক ক্লিনিক ব্যবসায়ীর ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশে খবর প্রকাশ করা হয়েছে। পত্রিকাটির শেষের পাতায় “শৈলকুপা প্রেসক্লাবে হামলা, সাইনবোর্ড মোচন : সাংবাদিকদের নিন্দা প্রকাশ” শিরোনামে ভিত্তিহীন খবর রটানো হয়েছে শৈলকুপা প্রেসক্লাবে হামলা, সাইনবোর্ড মোচন শুধুই হাস্যকর। প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসা এক বিবৃতিতে বলেন, চৌরাস্তা মোড়ে অবস্থিত তিনতলা ভবনের নিচতলা সাময়িক ভাড়া নিয়ে গত বছর অস্থায়ীভাবে প্রেসক্লাবের কার্যক্রম চলে আসছিলো। সম্প্রতি ওই বাড়ির মালিকানা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। শৈলকুপার কাজীপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাজি আশরাফুল আলমের কন্যা শারমিন আক্তার বাড়ির প্রকৃত মালিক দাবি করে তার সমদ্বয় দলিল দস্তাবেজ নিয়ে গত সপ্তাহে বাড়িটি দখলে নিয়েছে। এ সময় প্রতিপক্ষ বাড়ির মালিক দাবি করলেও কোনো কাগজপত্র হাজির করতে পারেনি। সমদ্বয় কাগজমূলে এযাবৎকালের বাড়ির আয়কর, পৌরকর, খাজনা খারিজ সবকিছুই পরিশোধ করেছে শারমিন আক্তার। অন্যদিকে ১.২৫ শতাংশ জমি শারমিন আক্তার তার জনৈক স্বামীকে বিভিন্ন শর্তসাপেক্ষে হেবাবেল এওয়াজনামা দলিল সম্পাদন করে দিয়েছিলেন, তবে দলিল সম্পাদনের তারিখের ৭ মাস পূর্বেই বৈধ তালাকনামার মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিলো। ফলে বাড়ি ব্যবহারকারী নিজেকে মালিক দাবি করলেও বৈধ কাগজপত্র না থাকায় বিপাকে পড়ে কুট-কৌশলে অস্থায়ীভাবে বিল্ডিংয়ের নিচতলায় থাকা গণমাধ্যমকর্মীদের ব্যবহৃত অস্থায়ী প্রেসক্লাবের পুরনো সাইনবোর্ড তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ঢাল হিসেবে ব্যবহারের পায়তারা চালিয়ে কিছু স্থানীয় পত্রিকা অফিসে বিভ্রান্তিমূলক খবর পাঠিয়েছে। বাড়িটির মালিকানা নিয়ে বিতর্ক ওঠার কারণে ক্লাবঘরটি ছেড়ে দিলেও ঘর ছাড়ার সময় সাইনবোর্ড না মোছার ফলে নামসর্বস্ব দেওয়ালে লেপটে থাকা প্রেসক্লাবের সাইনবোর্ড ব্যবহার করে প্রশাসন ও মিডিয়াকর্মীদের ভুলপথে চালানোর অপচেষ্টা করা হয়েছে। শৈলকুপা প্রেসক্লাব তার নিজস্ব জায়গা কবিরপুরে নতুন ভবনে চলে এসেছে দীর্ঘদিন। বিষয়টি শৈলকুপা ঝিনাইদহের সকল প্রশাসন ও সর্বস্তরের মানুষের জানা আছে বলেই প্রকাশিত উদ্দেশ্য প্রনোদিত খবরটি প্রভাব ফেলতে পারেনি। এছাড়াও সাংবাদিকদের পক্ষ থেকে কোনো নিন্দা প্রকাশ নয় বরং পড়ে থাকা সাইনবোর্ড বাড়ির মালিক মুছে দেয়ায় তাকে সাধুবাদ জানানো হয়েছে। শৈলকুপা প্রেসক্লাব কারো ব্যক্তি সম্পত্তি নয় যে পারিবারিক প্রয়োজনে কেউ তার বাসা-বাড়িতে এর নাম ভাঙ্গিয়ে অবৈধ সম্পদ রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। এ সংক্রান্তে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। শৈলকুপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব মল্লিক জানান, শৈলকুপা প্রেসক্লাবের পূর্ববর্তী অস্থায়ী কার্যালয়ে ফেলে আসা নষ্ট সাইনবোর্ডের নাম ভাঙ্গিয়ে কেউ ব্যক্তিস্বার্থ চরিতার্থ করলে তার জন্য সংবাদকর্মীদের লাভ-ক্ষতির কিছু নাই, তাছাড়া অস্থায়ী ভাড়ায় থাকা ক্লাব ঘরের মালিকানা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হওয়ায় সংবাদকর্মীরা তাদের কবিরপুর নির্মাণাধীন নিজস্ব ভবন সংলগ্ন একটি কক্ষে চলে এসেছে। গণমাধ্যমকর্মীদের অফিসিয়াল কার্যক্রমে সাময়িক বিঘœ সৃষ্টি হওয়ায় আন্তরিকভাবে দু:খ প্রকাশ করা হয়েছে। অপরদিকে মঙ্গলবার ভবন মালিক পক্ষ থেকে ‘বীর মুক্তিযোদ্ধা কাজি আশরাফুল আলম স্মৃতি ম্যানশন’ নামে নতুন সাইনবোর্ড লেখা হয়েছে।

Leave a comment