মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা পানহাটের জমি দখল করে পাকা পাঁচিল নির্মাণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার জেহালা বাজারের হাসেম আলী পাঁচিল নির্মাণ করতে গেলে মুন্সিগঞ্জ ভূমি অফিসের কর্মকর্তাদের বাধার মুখে তা বন্ধ হয়ে যায়।
অভিযোগকারীরা জানান, পানহাটের জমি দখল করে বাড়ির সীমানা পাঁচিল নির্মাণ করছেন হাসেম আলী। অভিযোগ পেয়ে মুন্সিগঞ্জ ভূমি অফিসের কর্মকর্তারা এসে নির্মাণ কাজ বন্ধ করে দেন। দুপুর সাড়ে ১২টায় সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মুন্সিগঞ্জ ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় হাসেম আলী দখলকৃত জমি নিজের বলে দাবি করেন। কর্মকর্তারা বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি ব্যর্থ হলে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়। উপসহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান বলেন, ওই জমি মাপজোখের প্রক্রিয়া চলছে।