শীতের তীব্রতা বাড়লেও চুয়াডাঙ্গার ব্যারোমিটারের নিচের পারদ উঠেছে কিছুটা ওপরে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় শীতের আমেজ পুরোপুরি অনুভূত হলেও আবহাওয়া অফিসের ব্যারোমিটারের পারদ গতকাল কিছুটা ওপরে উঠেছে। কেন? ১১ দশমিক ৬ থেকে হুট করে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক শূন্যে উঠলো কেন? সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা উঠলেও সর্বোচ্চ তাপমাত্রা অবশ্য বেশ কমেছে। ফলে শীত ঠিকই অনুভূত হচ্ছে। উত্তরবঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা গতকাল যশোরে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ছিলো ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় গতকাল সর্বোচ্চ ২৪ দশমিক ৮ ও সর্বনিম্ন ১৪ দশমিক শূন্য রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ সময়ের মরসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা এই সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

Leave a comment