প্রযুক্তিতে পারদর্শী নতুন প্রজন্ম গড়ে তুলতেই ডিজিটাল বাংলাদেশ

মুজিবনগরে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে ফরহাদ হোসেন দোদুল এমপি

শেখ সফি: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বলেছেন, প্রযুক্তিগত বিদ্যার কারণেই বিশে^র অনেক দেশ শক্তিশালী হচ্ছে। এর থেকে আমরাও পিছিয়ে নেই। ‘ডিজিটাল বাংলাদেশ’ রুপকল্পের সফল বাস্তবায়নের মধ্যদিয়ে আমাদের নতুন প্রজন্ম ওই পথেই এগিয়ে যাচ্ছে। কাঙ্খিত লক্ষ্যে পৌঁছুতে হলে উপযুক্ত শিক্ষার মাধ্যমে প্রযুক্তি নির্ভর প্রজন্ম গড়ে তুলতে হবে। এ জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল সোমবার সকালে মেহেরপুর মুজিবনগর উপজেলা মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। প্রাথমিক শিক্ষা অধিদফতর উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে ১৯টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হুইল চেয়ার দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি বক্তব্যে আরও বলেন, বিশে^র সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। প্রথাগত ও পুরনো ধ্যান-ধারণা থেকে সবাইকেই বেরিয়ে আসতে হবে। শুধু অর্থ থাকলেই চলবে না, প্রযুক্তিগতভাবে যে যত পারদর্শী সেই ততোবেশি উন্নত। তাই প্রাথমিক স্তর থেকেই শিশুদের প্রযুক্তিগত শিক্ষা দেয়ার ব্যবস্থা করছেন জননেত্রী শেখ হাসিন। এ লক্ষ্য বাস্তবায়নের গুরু দায়িত্ব হচ্ছে শিক্ষকদের। সারা বিশ্বে বাংলাদেশকে একটি সম্মানজনক অবস্থায় নিয়ে গেছেন জাতির জনকের কন্যা। ভিশন ২০২১ ও ২০৪১ পৌঁছুতে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান জেলা আওয়ামী লীগের এ সভাপতি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার এসএম আবুল ফজল, জেলা আ.লীগের উপদেষ্টা ম-লীর সদস্য আলহাজ আস্কার আলী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু ও প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেন। উপস্থিত ছিলেন এ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

Leave a comment