স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় ও ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষা শেষে ফলাফলও প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়। গতরাত ১০টার দিকে প্রকাশ করা হয় ফলাফল। ভর্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে ভর্তির যোগ্যতা অর্জন করেছে তাদেরকে ফেসবুকের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ২৪০টি আসনের বিপরীতে আবেদক ছিলো ৪৯৪ জন ছাত্রী। একই শ্রেণিতে একই সংখ্যক আসনের বিপরীতে ভি.জে উচ্চ বিদ্যালয়ে আবেদক ছিলো ৪৩৬ ছাত্র। ৬ ষষ্ঠ শ্রেণিতে ২৪টি করে আসনের বিপরীতে বিদ্যালয় দুটিতে ভর্তিচ্ছুর সংখ্যা ছিলো দেড়শ করে। ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেয়া হয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। বালিকা বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেয়া হয় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে।