স্টাফ রিপোর্টার: ‘নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে র্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে এ র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, সহকারী পুলিশ সুপার কলিমউল্লাহ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালির নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক আলহাজ মোশারফ হোসেন, ব্র্যাক ম্যানেজার মোশারেফ হোসেনসহ জেলার সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ র্যালিতে অংশ নেন।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে গতকাল সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া আক্তার চৌধুরী।
কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, কোটচাঁদপুর উপজেলা পরিষদের আয়োজনে গতকাল সোমবার আন্তর্জাতিক অভিবাসী দিবসে র্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। এ উপলক্ষে সকালে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য এক র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র মো. জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. কামরুজ্জামান, সাবদারপুর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন নাসির, আওয়ামী লীগ নেতা ফারজেল হোসেন ম-ল ও গোলাম সরোয়ার।