আহাদ আলী মোল্লা
বাঙালিরা কাঁদে আধমরা হয়ে
পাক শাসকের শোসনেই
তবু পাকিরাই খাঁটি খাঁটি লোক
তিল পরিমাণ দোষও নেই
নবাবের বেশে চলে ফেরে ওরা
ভোট ভোট খেলা পাতিয়েই,
ধীরে ধীরে তাই তামাশা ওদের
বুঝেছে বাঙালি জাতি এই।
ঝাপিয়ে পড়েছে মাঠে ময়দানে
খুঁজে খুঁজে ফেরে হানাদার,
ভয় করেনি তো বাঙালি কখনো
পেরিয়ে গিয়েছে বান-আঁধার।
একাত্তরের পুরো নয় মাস
তুলে নিয়ে হাতে হাতিয়ার,
স্বাধীন করেছে এই বাংলাকে
থেমে থাকেনি কো জাতি আর
সূত্র: (শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ)