বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার বদরগঞ্জ জীবনা সড়কের কেটেরবিল তেঁতুলতলা নামকস্থানে ব্রিজটির ঢালাই ছাদ ভেঙে পড়ে মরণ ফাঁদ সৃষ্টি হয়েছে। দেখার কেউ নেই? সরেজমিনে গিয়ে দেখা যায়, কুতুবপুর ইউপির বদরগঞ্জ জীবনা সড়কের তেঁতুলতলার অদূরে কেটেরবিলের খালের ওপর নব্বই দশকের সময় একটি ব্রিজ নির্মাণ করা হয়। হালকা যানবাহন এ ব্রিজের ওপর দিয়ে চলাচল করার নিয়ম থাকলেও দর্শনা শিল্পীনগর থেকে লোডিং হয়ে আসা ভারী যান চলাচল করার ফলে নির্মাণধীন ব্রিজটির ঢালাই ছাদ ধসে পড়েছে। লোহার রড বেরিয়ে মরণ ফাঁদ তৈরি হয়েছে। যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্কিত দুর্ঘটনা। বিষয়টির প্রতি সড়ক, জনপথ বিভাগ ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলি আহমেদ হাসানুজ্জামান মানিকের হস্তক্ষেপ কামনা করেছে এলাকার সচেতন ব্যক্তিরা।