মুজিব আদর্শের সৈনিক কখনো নৌকা প্রতীকের বাইরে ভোট দেবে না
দর্শনা অফিস: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারো দলীয় মনোনীতপ্রার্থী হাজি আলী আজগার টগর পুরোদমে চালাচ্ছেন প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ ও গণসংযোগ। প্রতিদিনই নির্বাচনী এলাকার কোথাও না কোথাও তিনি নির্বাচনী প্রচারণায় মাঠে থাকছেন। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার দিনভর দর্শনা কেরুজ চিনিকল, প্রিন্স সংগঠন ও দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। সকাল ১০টার দিকে মহাজোটের নেতাকর্মীদের সাথে নিয়ে কেরুজ চিনিকলের ডিস্টিলারি, জেনারেল অফিস, কারখানা, বিকেলে প্রিন্স সংগঠন, দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর, চণ্ডিপুর, খামারিপাড়া, কুড়ুলগাছি, ধান্যঘরাসহ বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগকালে এমপি আলী আজগার টগর বলেন, বিগত ৫ বছর আমি আপনাদের দোয়া, সমর্থন, সহযোগিতা ও ভালোবাসা নিয়ে উন্নয়ন এবং সেবা করার যে সুযোগ পেয়েছি তা পূরণে সর্বাত্মক চেষ্টা করেছি। অবহেলিত জনপদে দীর্ঘ ৪০ বছরে কোনো উন্নয়নের ছোঁয়া না পড়লেও আমি সে ধারা পরিবর্তন করে জনগণের পাশে দাঁড়িয়েছি। আগামীতেও আপনাদের সাথে থাকছে চাই। সে জন্যে প্রয়োজন দোয়া, সমর্থন ও নৌকায় ভোট। সকলকে মনে রাখতে হবে মুজিব আদর্শের সৈনিকরা কখনো নৌকা প্রতীকের বাইরে ভোট দেবে না। দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সভাপতি জয়নাল আবেদীন, মনিরুল ইসলাম প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান-মাসুদ, শ্রমিক নেতা মোস্তাফিজুর রহমান, ফিরোজ আহম্মেদ সবুজ, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, মোমিনুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, রহমতুল্লাহ, গোলাম ফারুক আরিফ, আলী মুনসুর বাবু, দাউদ হোসেন, বিল্লাল হোসেন, আব্দুল লতিফ মিল্টন, উসমান গণি, মশিউর রহমান, ইনু শাহ, হযরত আলী, জাহাঙ্গীর, জুলু, হাফিজুর রহমান, যুবলীগ নেতা আবু তালেব, আব্দুল হান্নান ছোট, আজিজুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।