দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৮টায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সড়কের দু’ধার ঝোঁপ-ঝাড় পরিষ্কার পরিচ্ছন রাখলে সড়কে ছিনতাই, ডাকাতিসহ সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। এ ছাড়া মশা-মাছির উপদ্রবও কম হবে। তিনি আরও বলেন, এলাকার জনগণের চলাচলে সুবিধার জন্য পর্যায়ক্রমে সড়কের দু’ধারে সোলার ল্যাম্পপোস্ট বসিয়ে আলোকিত করা হবে। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, প্রকল্পের ট্যাগ অফিসার উপজেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান, উপসহকারী প্রকৌশলী (দুর্যোগ) নুরুজ্জামান, অফিস সহকারী সাইফুর রহমান মালিক, আ.লীগ নেতা আমিনুল ইসলাম বেল্টু, ইউপি সদস্য শহিদুল ইসলাম, শাহজামাল হোসেন, রিকাত আলী, দর্শনা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মনির সর্দার, দর্শনা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অপু সরকার, যুবলীগ নেতা মজিবার রহমান প্রমুখ। উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে গতকাল রোববার দামুড়হুদার উজিরপুর মোড় হতে দর্শনা রেলগেট পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক শ্রমিক দ্বারা দামুড়হুদা-দর্শনা আঞ্চলিক মহাসড়কের দু’ধারে বেড়ে ওঠা ঝোড়-জঙ্গল কেটে পরিষ্কার করানো হয়।