দর্শনা কলেজ মাঠে সাম্প্রতিকের বিজয় মেলার উদ্বোধনকালে পৌর মেয়র মতিয়ার রহমান
দর্শনা অফিস: ‘মুক্তিযুদ্ধের চেতনায়, বিজয় হোক আনন্দময়’ এ স্লোগানকে সামনে রেখে দর্শনা সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে সপ্তাব্যাপী বিজয় মেলার। গতকাল শনিবার সন্ধ্যায় দর্শনা সরকারি কলেজ মাঠ চত্বরে অনুষ্ঠিত বিজয় মেলা উদ্বোধনকালে উদ্বোধকের বক্তব্যে দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যাত্ত আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস বিভিশিখাময় পরিস্থিতির মোকাবেলার মাধ্যমে পাক হানাদার বাহিনীকে পরাস্থ করে এ দেশের দামাল ছেলেরা লাখো শহীদের রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছিলো আজকের এ বিজয়। ১৯৭১’র ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর অনলবর্ষি ভাষণে সাড়া দিয়ে অগ্নি স্পুলিঙ্গের মতো জ্বলে উঠেছিলো এ দেশের লাখো দামাল ছেলে। এক সাগর রক্ত, ৩০ লাখ প্রাণ ও ২ লাখ মা-বোনের সমভ্রমের বিনিময়ে সারাবিশ্বের বিস্ময় আজকের এ বিজয় গোটা বাঙালি জাতির মহাগৌরব ও অহঙ্কার। স্বাধীনতার সঠিক ইতিহাসকে যারা অন্যদিকে প্রভাবিত করতে চাই, তারা স্বাধীনতার চরম শত্রু। তাই আসুন ওই সব স্বাধীনতা বিরোধী চক্রকে মোকাবেলা করি। এ ধরণের বিজয় মেলা বর্তমান প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানার ব্যাপারে ভূমিকা রাখবে। মোমবাতি প্রজ্জলনের মধ্যদিয়ে ৭ দিনব্যাপূ বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র মতিয়ার রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাড শহিদুল ইসলাম। সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন প্রমুখ। শিক্ষক নেতা হারুন-অর-রশিদ জুয়েল ও আরতি হালসনার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন। আলোচনা শেষে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।