জীবননগর ব্যুরো: জীবননগর গতকাল বুধবার অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার ৪র্থ শ্রেণির বিজ্ঞান প্রশ্নে চরম ভুল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারীরা বলেছেন, তৃতীয় শ্রেণির বিজ্ঞান বইয়ের প্রশ্ন চতুর্থ শ্রেণির প্রশ্নে তুলে দেয়া হয়েছে। এ ঘটনায় ৪র্থ শ্রেণির ছাত্রছাত্রীরা একদিকে যেমন বিভ্রান্তিতে পড়ে ভুল করেছে, তেমনি অভিভাবকরা হয়েছেন হতবাক। তাদের প্রশ্ন চরম দায়িত্ব জ্ঞানহীনতার এ দায়ভার নেবে কে? অভিযোগে জানা যায়, এ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে লুৎফর রহমান যোগদানের পর থেকে অধিকাংশ সময়ই অনুপস্থিত থাকেন। দায়িত্বে গাপিলতির পরিলক্ষিত হলেও প্রতিকার মেলে না। তার উদাসিনতায় প্রশ্নপত্রে ত্রুটি হয়েছে। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে রয়েছেন জানিয়ে বলেন, এ ঘটনার খবর তিনি পেয়েছেন। আগামী রোববার অফিসে এসে তিনি বিষয়টি দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।